রাজগঞ্জ,৩১ অক্টোবরঃ রাজগঞ্জের গেটবাজার-বেলাকোবা পাকা রাস্তায় বালি পাথর বোঝাই ট্রাক চলাচল করতে দেওয়ার দাবিতে পাকা রাস্তা অবরোধ করে বিক্ষোভ ট্রাক মালিকদের।এদিন বেলাকোবার বটতলায় তাদের সঙ্গে অবরোধে শামিল হন ট্রাকচালক ও শ্রমিকরাও।
ট্রাক মালিকদের অভিযোগ, এলাকায় প্রায় ২০০ ট্রাক মালিক রয়েছেন।মূলত তারা ওদলাবাড়ি থেকে বালি ও পাথর বহন করেন।কিন্তু ওই ট্রাক গুলিকে গেটবাজার-বেলাকোবা পাকা রাস্তায় চলাচল করতে বাঁধা দেওয়া হচ্ছে।এলাকার বিধায়ক খগেশ্বর রায় নানান অজুহাত দেখিয়ে ট্রাক চালকদের হয়রানি করছেন।পুলিশও ওই রাস্তায় মালবাহী ট্রাক চলাচল করতে দিচ্ছে না।
ট্রাক মালিকেরা আরও বলেন, এলাকার ২০০ ট্রাক মালিক ছাড়াও ট্রাকের চালক ও শ্রমিক সহ প্রায় এক হাজার পরিবার ওই ব্যবসার উপর নির্ভরশীল।যদি ওই রাস্তায় ট্রাক চলাচল করতে না দেওয়া হয় তাহলে বিকল্প রাস্তার ব্যবস্থা করে দেওয়ার দাবি তোলেন তারা।
যদিও এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, আমি কোনো ট্রাক চালককে হয়রানি করিনি।কিছুদিন আগে মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে গ্রামীন রাস্তায় ভারী যানবাহন চলাচল বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন।সেই নির্দেশ মতো পুলিশ ওই রাস্তায় ডাম্পার সহ ভারি ট্রাক যাতে চলাচল না করে সেই দায়িত্ব পালন করছে।