বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে স্কুলে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন

রাজগঞ্জ, ৫ ফেব্রুয়ারিঃ বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হল সাহুডাঙ্গিহাট পিকে রায় উচ্চবিদ্যালয়ে।


শিলিগুড়ি কলেজের এনএসএস ২ শাখার উদ্যোগে ও সাহুডাঙ্গিহাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়।এই কর্মসূচিতে ভোরের আলো থানার পুলিশ, ব্লক স্বাস্থ্য আধিকারক ও এলাকার জনপ্রতিনিধিরা সহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

শিলিগুড়ি কলেজের ছাত্র-ছাত্রীরা বাল্যবিবাহ রোধের জন্য নাটকের মাধ্যমে সচেতনতামূলক প্রচার করে।নাটকগুলিতে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলি তুলে ধরা হয় এবং বাল্যবিবাহ রোধের উপায়গুলি বলা হয়।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişcasino siteleriDeneme BonuslarOnwinbahsegel girişholiganbetholiganbet girişonwingrandpasha girişcasibom girişistanbul escortextrabetescort beylikdüzücasibomistanbul escortcasibom girişpusulabetdeneme bonusu veren sitelercasibom