শিলিগুড়ি, ২০ জুনঃ শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে খড়িবাড়ির বুড়াগঞ্জে প্রচার করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।এদিন মহকুমা পরিষদের প্রার্থী বাদল সরকারের সমর্থনে মিছিলে সামিল হন মহম্মদ সেলিম।এছাড়াও প্রচারে উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য জীবেশ সরকার সহ অন্যান্য নেতা কর্মীরা।
এদিন একটি নির্বাচনী জনসভাও করা হয়।জনসভায় বক্তব্য দিয়ে কেন্দ্রীয় ও রাজ্যের একাধিক ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেন মহম্মদ সেলিম।মহকুমা পরিষদের ভোটে ফের লালগড় অক্ষুন্ন থাকবে বলে দাবি করেন তিনি।