শিলিগুড়ি, ১৭ এপ্রিলঃ একাধিক দাবি দাওয়া নিয়ে বাম শিক্ষক সংগঠন এবিটিএ ও এবিপিটিএ এর উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি।বিক্ষোভকারীদের আটকে দিল পুলিশ।পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে চালানো হল জল কামান।
সোমবার শিলিগুড়ি নৌকাঘাট থেকে বাম শিক্ষক সংগঠন ABTA ও ABPTA এর সদস্যরা জাতীয় শিক্ষানীতি ২০২০, সমস্ত বকেয়া প্রদান সহ কেন্দ্রীয়হারে ডিএ এর দাবিতে এদিন উত্তরকন্যা অভিযানে নামেন।এই মিছিলকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।মিছিল আটকাতে ব্যারিকেড দেয় পুলিশ।
মিছিলটি তিনবাত্তি মোড়ের কাছে আসতেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ।এরপরই শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।ঘটনা ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়।পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের তরফে চালানো হয় জল কামান।পরবর্তীতে সংগঠনের কয়েকজনের একটি প্রতিনিধি দল উত্তরকন্যায় গিয়ে স্মারকলিপি জমা দেয়।
এরপর বাম শিক্ষক সংগঠনের সদস্যরা তিনবাত্তি হিন্দি জুনিয়র স্কুলের মাঠে একটি সভা করেন।