রাজগঞ্জ ৬ নভেম্বরঃ বিরল প্রজাতির বাঁশের ইঁদুর (Bamboo Rat) উদ্ধার করলো আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা।
জানা গিয়েছে, রবিবার বিকেলে রাজগঞ্জ ব্লকের বৈকুন্ঠপুর জঙ্গল সংলগ্ন পনাশগুড়ি গ্রামের এক নদীর পাড়ে স্থানীয় বাসিন্দারা প্রানীটিকে দেখতে পান। এরপর খবর দেওয়া হয় আমবাড়ি রেঞ্জের বনকর্মীরাদের । বনকর্মীরা পৌঁছে বিরল প্রজাতির বাঁশের ইঁদুর উদ্ধার করে।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এটি একটি বিরল প্রজাতির ইঁদুর।ব্যাম্বু রেট নামে পরিচিত। এটি মূলত দক্ষিণ-পূর্ব নেপাল থেকে দক্ষিন চীন এবং মায়নমার সহ থাইল্যান্ড পর্যন্ত উচ্চভূমিতে বাঁশের বাগানে বাস করে। বৈকুণ্ঠপুর জঙ্গলে প্রথম এই ইঁদুর দেখা গেল।