শিলিগুড়ি,২ এপ্রিলঃ ভোটপ্রচারের জন্য মন্দিরের মধ্যে লাগানো সিপিআইএমের পতাকা। প্রচারে নেমে তা চোখে পড়তেই পুরোনো দলের ভূমিকা, মতাদর্শ নিয়ে প্রশ্ন তুললেন শিলিগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।
শুক্রবার শিলিগুড়ির দেশবন্ধুপাড়ায় ভোটপ্রচারে বের হন শঙ্কর ঘোষ।সেখানেই একটি কালিবাড়িতে দেখেন সিপিআইএমের পতাকা লাগানো।আর তা চোখে পড়তেই ক্ষোভ প্রকাশ করেন শঙ্কর ঘোষ। বলেন, বামেরা একদিকে যে নীতি-আদর্শের কথা বলে। তার বিপরীতে আরেকপক্ষ সেই নীতি আদর্শ ভুলে ভোটের রাজনীতি করে। আর এসব নিয়ে আমি সরবও হয়েছিলাম। আজকে মন্দিরের মধ্যে সিপিআইএমের এই পতাকা প্রমাণ করছে তাদের এই অবস্থার কথা।
অন্যদিকে এই বিষয়ে অশোক ভট্টাচার্য বলেন, বিজেপির থেকে মতাদর্শ শেখার কিছু নেই।