শিলিগুড়ি,১২ মেঃ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রাক্তন ডেপুটি মেয়র ও দীর্ঘদিনের বামফ্রন্ট নেতা রামভজন মাহাতো এবং কমল আগরওয়াল।
বুধবার তৃণমূল জেলা কার্যালয়ে গৌতম দেবের উপস্থিতিতে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূলে যোগদান করলেন তারা।
প্রাক্তন ডেপুটি মেয়র ও দীর্ঘদিনের কাউন্সিলর রামভজন মাহাতো জানান, মমতা বন্দোপাধ্যায়ের কাজে অনুপ্রানিত হয়েই দলবদলের এই সিদ্ধান্ত।
অন্যদিকে কমল আগরওয়াল জানান, সাধারণ মানুষের জন্য কাজ করতে চান, শহরের উন্নয়ন চান।তার জন্য সরকারে থাকতে হবে।বাংলার মানুষ কি চায় তা তারা বুঝিয়ে দিয়েছেন তাই এবারে শহরের সার্বিক উন্নয়নের জন্য কাজ করার ইচ্ছেতেই তৃণমূল কংগ্রেসে যোগদান।এছাড়াও মমতা ব্যানার্জীর লড়াই তাদের মুগ্ধ করেছে।ভোটের ফলাফল প্রকাশের পরেই তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছেপ্রকাশ করেছিলেন তারা।আজ তৃণমূল জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগদান করেন।