আলিপুরদুয়ার, ১১ জুলাইঃ আলিপুরদুয়ার ২ নং ব্লকের যশোডাঙ্গা এলাকায় বামনি নদীর উপর নেই সেতু।নদী পারাপার করতে তাই ভরসা থার্মোকলের ভেলা।প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পারাপার করতে হচ্ছে প্রায় দেড় হাজারের বেশী বাসিন্দাদের।
বামনি নদীর এক প্রান্তে যশোডাঙ্গা অপর প্রান্তে পুকুরিয়া গ্ৰাম।দুটি গ্ৰামের মাঝ দিয়ে বয়ে গিয়েছে বামনি নদী।নদী পারাপারের জন্য দুটি গ্ৰামের মানুষের একমাত্র ভরসা থার্মোকলের ভেলা।
এলাকার বাসিন্দারা জানান, প্রতিদিন প্রায় দেড় হাজার মানুষ এই থার্মোকলের ভেলা দিয়ে বামনি নদী পারাপার করেন।অন্য কোনো উপায় নেই।অভিযোগ, প্রশাসনের তরফে আজ অবধি এই এলাকায় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।এমনকি পারাপারের জন্য নৌকার ব্যবস্থা করা হয়নি।এদিকে পুকুরিয়া গ্ৰামের মানুষদের ব্লক অফিস, স্বাস্থ্যকেন্দ্র অথবা হাসপাতালে যেতে হলে এই থার্মোকলের ভেলা দিয়ে বামনি নদী পারাপার করে যেতে হয় যোশোডাঙ্গাতে।বর্ষাকালে ফুলেফেঁপে ওঠে বামনি নদী।জীবনের ঝুঁকি থাকলেও এভাবেই নদী পারপারই করতে হচ্ছে বাসিন্দাদের।