জলপাইগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ ভোট কর্মীদের পূর্ণ নিরাপত্তা এবং গর্ভবতী ও প্রসুতি মায়েদের নির্বাচন সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি দেওয়ার দাবীতে জলপাইগুড়ি জেলাশাসককে স্মারকলিপি প্রদান করল বামপন্থী শিক্ষক সংগঠন গুলি।
জানা গিয়েছে, মঙ্গলবার বিভিন্ন দাবিতে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে জলপাইগুড়ির জেলাশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।
নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের সম্পাদক বিপ্লব ঝা বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট কর্মীদের পূর্ণ নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।পাশাপাশি যেসব শিক্ষিকারা গর্ভবতী ও যাদের সন্তানের বয়স ৫ বছর বা তার কম তাদের ভোটের কাজে অব্যাহতি দিতে হবে।এছাড়া আগামীকাল জলপাইগুড়ির কিছু শিক্ষক শিক্ষিকার আলিপুরদুয়ারে ট্রেনিং পড়েছে।সেক্ষেত্রে তাদের ট্রেনিং সেন্টারে পৌছানোর জন্য গাড়ির ব্যবস্থা করা হয়নি।সেই ব্যাপারেও আমরা দৃষ্টি আকর্ষণ করছি।