“নিশ্চুপ” শঙ্কর! বাম শিবির ছাড়ার জল্পনায় সরগরম রাজনৈতিক মহল

শিলিগুড়ি,১০ মার্চঃ তৃণমূলের নান্টু পালের পর এবার সিপিআইএমের শঙ্কর ঘোষ। দল ছাড়ার জল্পনায় শিলিগুড়ির রাজনৈতিক মহল সরগরম। যদিও এখনও মুখ খোলেননি শঙ্কর। তবে বুধবার সকাল থেকে দলের সদস্যপদ থেকে পদত্যাগের একটি চিঠি সোশ্যাল সাইটে ঘোরাফেরা করছে। এদিকে মোবাইল বন্ধ তাঁর। চিঠি অনুযায়ী দলের অভ্যন্তরীণ মতোবিরোধের জেরেই এই পদত্যাগ বলে জানা গিয়েছে।


এ নিয়ে জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার জানান, কোনও পদত্যাগ পত্র আসেনি। তবে শঙ্কর কিছু কাজ থেকে অব্যাহতি চেয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet giriş