রাজগঞ্জ, ১৮ ডিসেম্বরঃ প্রতি বছরের ন্যায় এবারও চিরাচরিত প্রথা মেনে রাজগঞ্জের বৈকন্ঠপুর জঙ্গলে অনুষ্ঠিত হল বনদুর্গা পুজো।
চেউলিবাড়ির অদূরে গভীর জঙ্গলের মধ্যে প্রতিবছর পৌষ মাসের পূর্ণিমা তিথিতে গভীর রাতে বনদুর্গার পুজো হয়।শনিবার সেই নিয়ম মেনে এবার পুজো করা হলেও আলাদা কোনও অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।এছাড়া রাতের পরিবর্তে পুজো করা হয় দিনে।
এলাকায় কথিত আছে, দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের স্মৃতি বিজড়িত স্থানটি দিল্লিভিটা চাঁদের খাল নামে পরিচিত।সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবী চৌধুরানী’ উপন্যাসেও এই স্থানের কথা উল্লেখ রয়েছে।প্রথমে স্থানীয় রাজবংশী সম্প্রদায়ের মানুষ ওই স্থানে পুজো শুরু করেন।সেইসময় ঠুনঠুনির পুজো নামে পরিচিত ছিল এই বনদূর্গার পুজো। পরবর্তীতে কমিটি করে নতুন করে বনদুর্গার পুজোর আয়োজন করা হচ্ছে।
কমিটির সম্পাদক রাজু সাহা বলেন, প্রতিবছর রাতে পুজোর আয়োজন করা হয়।পুজো উপলক্ষে মেলা বসে।লক্ষাধিক মানুষের সমাগম হয়।কিন্তু করোনার জন্য দিনের বেলাতেই এবারে পুজোর আয়োজন করা হয়।এছাড়া মেলা ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানও বাদ রাখা হয়েছে।প্রশাসনের উদ্যোগে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।করোনা আবহের পাশাপাশি নিরাপত্তার কারণে সন্ধ্যার আগেই অনুষ্ঠান শেষ করা হয়।