নকশালবাড়ি, ১১ সেপ্টেম্বরঃ গোটা রাজ্যের পাশাপাশি কার্শিয়াং ডিভিশনের নকশালবাড়ির টুকরিয়াঝাড় রেঞ্জ অফিস প্রাঙ্গণে জাতীয় বন শহীদ দিবস পালন করা হল।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কার্শিয়াং ডিভিশনের এডিএফও চিন্ময় বর্মন, টুকরিয়াঝাড় রেঞ্জের রেঞ্জার টিটি ভুটিয়া সহ অন্যান্য বনকর্মীরা।
এদিন শহীদ বনকর্মীদের স্মরণে স্মরণ সভার আয়োজন করা হয়।এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শহীদ বনকর্মীদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এডিএফও চিন্ময় বর্মন জানান, বনমন্ত্রীর নির্দেশে কার্শিয়াং ডিভিশনের বিভিন্ন রেঞ্জে বন শহীদ দিবস পালন করা হচ্ছে।২০১৫ সাল পর্যন্ত রাজ্য জুড়ে ৪৫ জন বনকর্মী নিজেদের জীবন হারিয়েছেন।এর মধ্যে কার্শিয়াং ডিভিশনে মোট ৪ জন বনকর্মীর মৃত্যু হয়।