কোচবিহার, ২৮ মেঃ দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে এনজেপি- গুয়াহাটি বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেল নিউ কোচবিহার।শনিবার রেলের তরফে ফের নতুন তালিকা প্রকাশ করা হয়।যেখানে স্টপেজের তালিকায় নিউ কোচবিহারের নাম রাখা হয়েছে।
আর এই স্টপেজের কৃতিত্ব নিয়ে দড়ি টানাটানি তৃনমুল-বিজেপির।তৃণমূলের দাবী, তাদের আন্দোলনের জন্যই নিউ কোচবিহার স্টেশনে স্টপেজ দেওয়া হয়েছে।
এই বিষয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতীম রায় বলেন, কোচবিহারের বাসিন্দাদের স্বার্থে আমরা আন্দোলন করেছিলাম।তাই স্টপেজ মিলেছে।
যদিও কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, রেলের তরফে আগে যে স্টপেজের ঘোষণা করা হয়েছিল, তাতে কোনো কারনে নিউ কোচবিহারের নাম কোনো কারনে বাদ গিয়েছিল।তখনই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক বলেছিলেন চুড়ান্ত তালিকায় নিউ কোচবিহার স্টেশনের নাম থাকবে।চুড়ান্ত তালিকাতে নাম রয়েছে।
আগামী ২৯ মে এনজেপি ও গুয়াহাটির মধ্যে চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস।প্রথমে ২৫ মে ট্রেন চালুর কথা বলা হয়।তবে রেলের তরফে দেওয়া প্রথম তালিকায় নিউ কোচবিহার স্টেশনে ট্রেনের কোনো স্টপেজ না থাকায় আন্দোলনে সরব হয় করে তৃণমূল। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক বলেছিলেন, কোনো কারনে নিউ কোচবিহারের নাম বাদ গিয়েছে।চুড়ান্ত তালিকায় নাম থাকবে।এরপরই বন্দেভারত এক্সপ্রেসের চালুর দিন পিছিয়ে দেওয়া হয়।শনিবার রেলের তরফে ফের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।যেখানে নিউ কোচবিহার স্টেশনে স্টপেজ রয়েছে।