শিলিগুড়ি, ২৯ মেঃ স্টেশনে ঘুরে ঘুরে বেকার যুবক যুবতীদের প্রতারিত করাই ছিল বিহারের বাসিন্দা সুধা কুমারী রায় ও কোচবিহারের বাসিন্দা সৌরভ কুমার রায়ের কাজ।দুজন সম্পর্কে স্বামী স্ত্রী।এবারে এক যুবককে বন্দে ভারতে চাকরির টোপ দিয়েছিল দুজনে।তবে আর শেষ রক্ষা হল না।পুলিশের জালে ধরা পড়লো দুই প্রতারক।
জানা গিয়েছে, শিলিগুড়ির বাসিন্দা যুবক মহম্মদ হাসিম আলীকে প্রতারিত করার ফাঁদ পাতে এই দম্পতি।তাকে বলা হয় বন্দেভারতে ট্রেনে সুপারভাইজার বা ম্যানেজারের পোস্টে চাকরি দেওয়া হবে।তবে তার জন্য এক লক্ষ টাকা দাবী করে তারা।এই দুজনের ফাঁদে পড়ে চাকরি পেতে অর্থের জোগারও শুরু করেছিল মহম্মদ হাসিম আলী।
পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে টাকা দিতে অস্বীকার করে যুবক।এরপর নানাভাবে প্রলোভন দেখাতে শুরু করে প্রতারকরা।অবশেষে টাকা দেওয়ার নাম করে যুবক মঙ্গলবার এনজেপিতে ডাকে প্রতারক দম্পতিকে।দুজন আসতেই আটক করে খবর দেওয়া হয় এনজেপি থানার পুলিশকে।
পুলিশ পৌঁছে প্রতারণার অভিযোগে ওই দম্পতিকে গ্রেফতার করে।ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Khub bhalo