বছরের প্রথম দিনে ‘বন্দে ভারতে’ প্রথম সফর- যাত্রীরা জানালেন সফরের অভিজ্ঞতাও

শিলিগুড়ি, ১ জানুয়ারিঃ গত ৩০ ডিসেম্বর থেকে রাজ্যে পথচলা শুরু করেছে সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত।নতুন বছরের আগে এই ট্রেন যাত্রা শুরু হওয়ায় একদিকে যেমন সুবিধা হয়েছে রেল যাত্রীদের, তেমনি খুশি পর্যটকেরাও।এদিকে নতুন বছরের প্রথম দিনে বন্দে ভারতে উত্তরবঙ্গে এসে খুশি পর্যটকেরা।


২০২৩ এর প্রথম দিনে বন্দে ভারত হাওড়া থেকে এনজেপি স্টেশনে এসে পৌঁছায় দুপুর ১.২৯ মিনিটে।একাধিক সুবিধা সম্পন্ন এই ট্রেনে এসে খুশি পর্যটকেরা।

বন্দে ভারতে আসার উৎসাহ থেকেই উত্তববঙ্গে আশা বলে জানালেন অনেকে।অন্যদিকে উত্তরবঙ্গের পর্যটনস্থল ঘুরতে আগামীদিনে এই রেলই ভরসা হতে চলেছে বলে মনে করছেন পর্যটকেরা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *