শিলিগুড়ি, ৭ জানুয়ারিঃ এনজেপি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেসের গতি বাড়তে চলেছে।ঘন্টায় প্রায় ১৩০ কিমি বেগে ছুটবে এই দুটি ট্রেন।রবিবার হয়ে গেল তাঁর ট্রায়াল রান।
প্রথমে গতি কমিয়েই এনজেপি- হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়।এরপর শুরু হয় বন্দে ভারত ট্রেনটিকে নিজস্ব গতিতে চালানোর।এনজেপি থেকে মালদা পর্যন্ত উচ্চ গতিসম্পন্ন লাইনের কাজ সম্পন্ন হয়ে যাওয়ায় রবিবার তাঁর ট্রায়াল রান করা হল।
রবিবার সকালে এনজেপি থেকে ইঞ্জিন সহ ২৬ কোচের একটি স্পেশাল ট্রেন মালদার উদ্দেশ্যে রওনা হয়।হাইস্পিড স্পেশাল ট্রেনের ট্রায়াল রানের জন্য রেলের তরফে বিশেষ সাবধানতা নেওয়া হয়।