শিলিগুড়ি,৫ জানুয়ারিঃ পরপর দু’দিন বন্দে ভারত ট্রেনে হামলার ঘটনার পর।আরপিএফ এর পাশাপাশি এবার সক্রিয় জিআরপি।বৃহস্পতিবার এনজেপি স্টেশনে বন্দে ভারত পৌঁছানোর আগে সজাগ দৃষ্টি রাখছে জিআরপি।এদিন স্টেশন চত্বরে উপস্থিত ছিলেন খোদ জিআরপির এসপি এস এস মুরগান।নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবার থেকে বন্দে ভারতে আরপিএফ এর ২ জন অফিসার ও ৭ জন কনস্টেবল এবং জিআরপি এর ১ জন অফিসার এবং ৪ জন কনস্টেবল থাকবে।
অন্যদিকে আরপিএফ সূত্রে খবর,গত ৩ তারিখের ঘটনাটি বাংলা নয় বিহারে ঘটেছিল।বিহারের কিশানগঞ্জ জেলার পোটিয়া থানা এলাকার ঘটনা।ঘটনায় ইতিমধ্যে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে দুজনকে চিহ্নিত করেছে আরপিএফ।
