বিজেপির ডাকা বনধকে কেন্দ্র করে মিছিল ও পাল্টা মিছিলে সরগরম রাজগঞ্জ

রাজগঞ্জ, ১৪ জুলাইঃ বিজেপির ডাকা উত্তরবঙ্গ বনধকে কেন্দ্র করে মিছিল ও পাল্টা মিছিলে সরগরম হয়ে ওঠল রাজগঞ্জ ব্লক।


জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় বনধের সমর্থনে মিছিল করে বিজেপি। অন্যদিকে, বনধের বিরোধিতায় পাল্টা মিছিল করে তৃণমূল। ব্লকের বিভিন্ন স্থান থেকে প্রচুর বিজেপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হলেও, তৃণমূলের মিছিল থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্বরা।

বিজেপির পক্ষ থেকে বনধ সার্থক হয়েছে বলে দাবি করা হলেও তৃণমূলের পাল্টা দাবি বনধকে মানুষ সমর্থন করেনি।


বিজেপির রাজগঞ্জ উত্তর মন্ডলের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার ঘোষ বলেন, হেমতাবাদের বিধায়ককে খুনের ঘটনায় আজ উত্তরবঙ্গ ব্যাপী বনধের ডাক দেওয়া হয়েছে। তাই আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে সাধারণ মানুষকে এই বনধকে সমর্থন করার জন্য অনুরোধ করছিলাম। কিন্তু পুলিশ অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করে।

তিনি আরও অভিযোগ করে বলেন, রাজগঞ্জের বিধায়কের নেতৃত্বে তৃণমূল মিছিল করলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তবে আজকের বনধ সর্বাত্মক সফল হয়েছে।

অন্যদিকে তৃণমূলের বিধায়ক খগেশ্বর রায় বলেন, বিজেপির ডাকা রাজনৈতিক চক্রান্তের বনধ যাতে মানুষ সমর্থন না করে এই কারণেই মিছিল করা হয়। আজকের বনধ ব্যর্থ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişcasino siteleriDeneme Bonuslarcasibom 726Onwincasibom girişbahsegel girişcasino sitelericasibom giriscasibomholiganbetbets10 günceljojobet girişgrandpashabetjojobetgrand pasha betgrandpashabet girişcasibom girişjojobetjojobet giriş