শিলিগুড়ি, ২৮ এপ্রিলঃ কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদে আজ ১২ ঘণ্টা বনধ ডেকেছে বিজেপি।এই বনধকে ঘিরে বিভিন্ন জায়গায় অশান্তির খবর পাওয়া গিয়েছে।বিভিন্ন জায়গায় মিছিল, পথ অবরোধে সামিল হয়েছেন বনধ সমর্থনকারীরা।
বিজেপির ডাকা এই ১২ ঘন্টা উত্তরবঙ্গ বনধের কোনো প্রভাবই পড়লো না চা শিল্পে। শিলিগুড়ি ও তরাইয়ের চা বাগান গুলিতে সকাল থেকেই স্বাভাবিক ভাবেই কাজকর্ম চলছে।শ্রমিকরা যোগ দিয়েছেন চা বাগানে। পাতা তোলার কাজ স্বাভাবিক রয়েছে।