বন্ধ চা বাগান, কষ্টে দিন কাটাচ্ছেন রাজগঞ্জের রজনী চা বাগানের শ্রমিকরা  

রাজগঞ্জ, ৯ নভেম্বরঃ দুমাসের অধিক সময় থেকে বন্ধ চা বাগান।মেলেনি বোনাস।অসহায় অবস্থার মধ্যে রয়েছেন রাজগঞ্জের বন্ধুনগর এলাকার রজনী চা বাগানের শ্রমিকরা।


জানা গিয়েছে, চা বাগানে প্রায় ৭৫ জন শ্রমিক কাজ করেন।মজুরি বৃদ্ধি সহ জ্বালানি বাবদ প্রাপ্য টাকার দাবি নিয়ে অসন্তোষের কারণে গত ৩ সেপ্টেম্বর সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ ঝুলিয়ে বাগান বন্ধ করে দেয় মালিক পক্ষ।

ওই চা বাগানের শ্রমিক ইউনিয়নের ইউনিট সভাপতি জামরুল হক বলেন, অনেক আন্দোলনের পর কয়েক মাস আগে মালিক পক্ষ ওই মজুরি দেওয়া শুরু করলেও শ্রমিকদের প্রাপ্য জ্বালানি বাবদ ৩ টাকা ৫০ পয়সা দিচ্ছেন না।এই ঘটনা নিয়ে মতবিরোধ তৈরি হওয়ায় বাগান কর্তৃপক্ষ গত ৩ সেপ্টেম্বর সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ ঝুলিয়ে চলে গিয়েছেন। সোমবার বাগান খোলার কথা থাকলেও বাগান খোলেনি।পুজোর আগে কাজ বন্ধ হয়ে যাওয়ায় এবং বোনাস না পাওয়ায় শ্রমিকরা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন।এই বিষয়ে বাগান কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel girişcasibomcasibom