শিলিগুড়ি, ১ মেঃ বন্ধ হচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক।জানা গিয়েছে, আগামীকাল থেকে বন্ধ থাকবে বেঙ্গল সাফারি পার্ক।কবে পার্ক খোলা হবে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত বেঙ্গল সাফারি পার্ক বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ জাকিয়ে বসেছে দেশজুড়ে।প্রতিদিন প্রচুর মানুষ যেমন করোনা আক্রান্ত হচ্ছে তেমনি বেড়েছে মৃত্যু সংখ্যাও।অন্যদিকে ইতিমধ্যেই রাজ্যে আংশিক লকডাউন জারি হয়েছে।অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে জিম, সুইমিংপুল,শপিংমল,স্পোর্টস কমপ্লেক্স,রেস্তোরাঁ,বার।এদিকে বাজারঘাট খোলার জন্যও একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে।
গতবছরও করোনা আবহে বন্ধ করে দেওয়া হয়েছিল বেঙ্গল সাফারি।যে কারণে ক্ষতির মুখেও পড়তে হয়েছিল সাফারি পার্ক কর্তৃপক্ষকে।এবছরও করোনার প্রকোপ বাড়তেই আগামীকাল থেকে বন্ধ হচ্ছে বেঙ্গল সাফারি পার্ক।
বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বাদল দেবনাথ বলেন, রাজ্য বনদপ্তরের নির্দেশ অনুযায়ী আগামীকাল থেকে বন্ধ করা হচ্ছে পার্ক।নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত পার্ক বন্ধ রাখা হবে।