গজলডোবা, ২৩ ডিসেম্বরঃ উদ্বোধন হওয়ার কিছুদিন হতে না হতেই বন্ধ করে দেওয়া হয়েছে গজলডোবার নতুন ঝুলন্ত সেতু। নতুন সেতু দেখতে এসে ‘নো এন্ট্রি’ বোর্ড দেখেই ঘুরে যেতে হচ্ছে পর্যটকদের।
জানা গিয়েছে, উদ্বোধনের কিছুদিন পর থেকেই সিডনি হারবার ব্রিজের আদলে তৈরি করা গজলডোবার সেই ঝুলন্ত সেতুটি বন্ধ রাখা হয়েছে। যান চলাচল ও ভেতরে যাতে কেউ ঢুকতে না পারে তার জন্য লাগানো হয়েছে ব্যারিকেড।যেকারনে সেতুর ওপরে রাস্তা বন্ধ দেখে নিরাশ হয়েই ফিরতে হচ্ছে পর্যটকদের।
প্রশাসন সূত্রে খবর, সম্পূর্ণভাবে সেতুর কাজ এখনও শেষ হয়নি। সেই কারণে কয়েকদিনের জন্য নতুন সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
তবে নতুন সেতুকে ঘিরে সাধারণ মানুষ সহ পর্যটকদের উন্মাদনা রয়েছে চোখে পড়ার মত। সেতুর ওপর দিয়ে যাতায়াত নিষেধ থাকলেও সেতুর কাছে গিয়ে ছবি তুলছেন অনেকেই।
এই বিষয়ে এলাকার বিধায়ক তথা গজলডোবা উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান খগেশ্বর রায় বলেন, কিছু কাজ বাকি রয়েছে সেই জন্য সেতুটি বন্ধ রাখা হয়েছে। নতুন বছর শুরু হওয়ার আগেই এই ব্রিজ পুরোপুরিভাবে খুলে দেওয়া হবে।