শিলিগুড়ি, ৭ জুলাইঃ পুলিশ প্রশাসনের নির্দেশ মেনে বন্ধ রাখা হল নিউ সিনেমা রোডের সমস্ত দোকান, তবে এই বন্ধে সায় নেই ব্যবসায়ীদের।
অভিযোগ, কি কারণে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল সেই বিষয়ে ব্যবসায়ীদের কিছুই জানানো হয়নি। ওই বাজারের কোনো ব্যবসায়ী করোনায় আক্রান্ত এমনটাও কোনো খবর নেই ব্যবসায়ীদের কাছে। ফলে দোকান বন্ধ রাখার কোনো কারণই খুজে পাচ্ছেন না তারা।
ব্যবসায়ীরা জানান, প্রশাসন যদি তাদের সঠিক কারণ জানায় তবে তারা তাদের সাহায্য করতে পারেন। এই বিষয়ে তারা শিলিগুড়ি থানায় গিয়ে পুলিশের সাথে কথা বলবেন এমনটাই জানা গিয়েছে।