নকশালবাড়ি, ২৬ নভেম্বরঃ নকশালবাড়ি পোস্ট অফিসে কয়েকদিন ধরে বন্ধ ব্যাঙ্কিং পরিষেবা।হয়রানির শিকার হচ্ছেন গ্ৰাহকরা।পরিষেবা অবিলম্বে চালুর দাবিতে নকশালবাড়ি পোস্ট অফিসের শাখায় ক্ষোভ প্রকাশ করলেন গ্ৰাহকেরা।
জানা গিয়েছে, ৪ জন আধিকারিক দিয়ে চলে এই পোস্ট অফিস।এর মধ্যে ২ দিন ধরে ছুটিতে রয়েছেন ৩ জন আধিকারিক। যার জেরে সমস্যায় পড়েছেন এই শাখার উপভোক্তারা।
গ্ৰাহকদের অভিযোগ, জমানো টাকা তুলতে এলে কর্মী না থাকায় ঘুরে যেতে হচ্ছে।কখনও লিঙ্ক না থাকার অজুহাত, আবার লিঙ্ক থাকলে কর্মী না থাকায় অজুহাত দিয়ে ঘুরিয়ে দিয়ে হয়রানি করা হচ্ছে। এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটছে বলে অভিযোগ।গ্ৰাহকদের ক্ষোভে উত্তেজনা ছড়ায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পোস্ট অফিসের নকশালবাড়ি শাখার ভারপ্রাপ্ত আধিকারিক উপস্থিত না থাকায় কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
