ময়নাগুড়ি, ১৮ জুলাইঃ করোনা আবহে জল্পেশের শ্রাবণী মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জল্পেশ ট্রাস্ট্রি বোর্ড।তবে কোভিডবিধি মেনে পুণ্যার্থীদের জন্য খোলা রাখা হয়েছে জল্পেশ মন্দির।
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী অন্যতম প্রাচীন শিব তীর্থ জল্পেশ মন্দিরে বছরের বিভিন্ন সময়ে বেশ কয়েকটি মেলা বসে।তার মধ্যে অন্যতম শ্রাবণী মেলা।শ্রাবণ মাসের পূর্ণ তিথিতে মেলার সূচনা হয়।জল্পেশ মেলায় কয়েক লক্ষাধিক মানুষ প্রত্যেক বছর ভিড় জমান।পার্শ্ববর্তী রাজ্যগুলির পাশাপাশি ভিনদেশ থেকেও পুণ্যার্থীরা আসেন।তবে এবছরের ছবিটা সম্পূর্ণ আলাদা।করোনার তৃতীয় ঢেউ আশঙ্কায় শ্রাবণী মেলা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে পুণ্যার্থীদের জন্য মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্ট্রি বোর্ড।
তবে মেলা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন অনেক ব্যবসায়ী।বহু ব্যবসায়ী যারা এই মন্দিরের উপরেই নির্ভর করে সংসার চালান এই অবস্থায় তারা পরিস্থিতি স্বাভাবিক হয়ে ছন্দে ফেরার আশায় রয়েছেন।
জল্পেশ মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরিন্দ্র নাথ দেব বলেন, এবছর শ্রাবণী মেলা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে করোনা পরিস্থিতি ও স্বাস্থ্য বিধি মেনে মন্দির খোলা থাকবে পুণ্যার্থীদের জন্য।করোনার ভয়াবহতা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।