পাহাড়ে ধস, শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা বন্ধ

শিলিগুড়ি, ৯ জুলাইঃ পর্যটকদের জন্য দুঃসংবাদ।শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা বন্ধ করলো ডিএইচআর। আগামী ১১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা।তবে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত জয়রাইড চালু রয়েছে।  


জানা গিয়েছে, কয়েকদিন আগে ভারী বৃষ্টিতে শুকনা থেকে কর্শিয়াং পর্যন্ত একাধিক এলাকায় ধস নামে। যার জেরে বিভিন্ন এলাকায় ট্রেনলাইন ক্ষতিগ্রস্ত হয়।এরফলে বন্ধ করে দেওয়া হয় টয়ট্রেন পরিষেবা।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, আপাতত এই পরিষেবা বন্ধ রাখা হয়েছে।পাহাড়ে বৃষ্টির জেরে যখন-তখন ধস নামছে।মূলত যাত্রী সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO