রাজগঞ্জ, ২৮ ডিসেম্বরঃ কোভিড বিধি মেনে বিভিন্ন পার্ক খুলে গেলেও বন্ধ ফুলবাড়ি ব্যারেজের পার্ক।এরফলে প্রতিদিন প্রচুর মানুষ এসে ফিরে যাচ্ছেন।এদিকে পার্ক বন্ধ থাকায় রাজস্ব আদায় নেই।বর্তমানে পার্ক দুটি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।তাই পার্ক চালু করার দাবি তুলেছেন পর্যটক থেকে শুরু করে এলাকার বাসিন্দারা।
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারাবছর ফুলবাড়ি ব্যারেজে বহু পর্যটক এলেও শীতকালে পরিযায়ী পাখি আসায় পর্যটকদের ভিড় বাড়ে।ফুলবাড়ি ব্যারেজ পার্কে দামি গাছ, এলইডি লাইট ও শিশুদের খেলার সরঞ্জাম সহ বসার ব্যবস্থা রয়েছে।জানা গিয়েছে, পার্ক দুটি পরিচর্যা ও পরিচালনার জন্য টেন্ডারের মাধ্যমে বরাত দেওয়া হয়।তবে গত দুবছর ধরে পার্ক বন্ধ থাকায় পরিচর্যার অভাবে পার্ক দুটি নষ্ট হতে বসেছে।
দেখভালের দায়িত্বে থাকা দেবারু মহম্মদ বলেন, ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ কর্তৃপক্ষের অধীনে থাকা পার্ক দুটি প্রায় দুই বছর ধরে বন্ধ।বছরে ৭০ হাজার টাকার বিনিময়ে আমাকে পার্ক দুটি পরিচর্যা ও পরিচালনার বরাত দেওয়া হয়েছিল।গতবছর লকডাউনের সময় থেকে পার্ক দুটি বন্ধ।টেন্ডারের মেয়াদ শেষ হয়ে গেলেও কর্তৃপক্ষ নতুন করে টেন্ডার করেনি।কর্তৃপক্ষকে একাধিকবার বলা হলেও টেন্ডার করা হচ্ছে না।কর্তৃপক্ষের উদাসীনতায় পার্ক দুটি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
ফুলবাড়ি ব্যারেজে ঘুরতে আসা এক পর্যটক বলেন, মাঝে মাঝে ফুলবাড়ি ব্যারেজে ঘুরতে আসি।কিন্তু অনেক দিন থেকে লক্ষ্য করছি পার্ক দুটি বন্ধ।পরিচর্যার অভাবে অনেক গাছ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।রাতে অনেক পথবাতি জ্বলে না।বিষয়টি কর্তৃপক্ষের দেখা উচিত।
এই বিষয়ে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ সার্কেলের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার স্বপন কুমার সাহা বলেন, করোনা পরিস্থিতিতে পার্ক খোলার ব্যাপারে কিছু বিধিনিষেধ রয়েছে।তাই পার্কটি খোলা হয়নি।