শিলিগুড়ি, ১ ডিসেম্বরঃ পিৎজা খাওয়ানোর নাম করে বেড়িয়ে ধারালো অস্ত্র দিয়ে বন্ধুকে হামলার অভিযোগ উঠলো আরেক বন্ধুর বিরুদ্ধে।অভিযুক্ত বন্ধুর নাম আরিফ আনসারি।
জানা গিয়েছে, মহম্মদ সদ্দাম এবং আরিফ আনসারি দুজনে খুব ভালো বন্ধু।গত ২৪ তারিখ শিলিগুড়ির শহীদ মোড় থেকে মহম্মদ সদ্দাম, আরিফ আনসারি সহ ৪ বন্ধু পিৎজা খাওয়ার নাম করে বের হয়।গান্ধীনগর মোড়ে হঠাৎই আরিফ ধারালো অস্ত্র দিয়ে সদ্দামকে হামলা করে পালিয়ে যায়।
ঘটনায় গুরুতর জখম হয় সদ্দাম।বাকি দুই বন্ধু তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করে।ঘটনার পর খবর ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।তবে ৭ দিন পেরিয়ে গেলেও এখনও অবধি অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।এই কারণে এদিন ভক্তিনগর থানায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পরিবারের সদস্যরা।
যদিও পুলিশের বক্তব্য, অভিযুক্তের খোঁজ করা হচ্ছে।শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে।