খড়িবাড়ি, ১৭ নভেম্বরঃ ভরদুপুরে বন্দুক দেখিয়ে লটারির দোকান থেকে টাকা ও লটারির টিকিট ছিনতাই।ঘটনায় আতঙ্কে খড়িবাড়ির থানঝোড়া মোড়ের ব্যবসায়ীরা।
জানা গিয়েছে, রবিবার দুপুরে থানঝোড়া মোড়ের রুপনজোত এলাকায় একটি লটারির দোকানে এক দুষ্কৃতি বাইক দাঁড় করিয়ে বন্দুক বের করে।টিকিট বিক্রেতাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে ৭-৮ হাজার টাকা ও লটারির টিকিট নিয়ে চম্পট দেয় দুষ্কৃতি।গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ।দ্রুত দুষ্কৃতির গ্রেফতারের দাবী ও বাজারের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে পুলিশি টহলদারি ও সিসিটিভির দাবী জানান স্থানীয় ব্যবসায়ীরা।
লটারি বিক্রেতা জানান, ওই দুষ্কৃতি দোকানের সামনে এসে পেট্রোল পাম্পের কথা জিজ্ঞেস করেছিল।এরপর ব্যাগ থেকে বন্দুক বের করে হুমকি দিয়ে টাকা ও লটারির টিকিট নিয়ে চম্পট দেয়।
গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।