রাজ্যজুড়ে কালীপুজো ও ছটপুজোয় বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যজুড়ে কালীপুজো,দীপাবলিতে বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট৷শুধু তাই নয়, ছটপুজোতেও এবারে কোনও বাজি জ্বালানো বা ফাটানো যাবে না।


উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে এমনিতেই অনেকের শ্বাসকষ্ট।আতসবাজি পোড়ালে সেই শ্বাসকষ্ট আরও বাড়ার আশঙ্কা।তাই, বাজির উপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা৷ তাতেই এবছর বাজি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার নির্দেশ দিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ৷পাশাপাশি কালীপুজোর মণ্ডপে নো এন্ট্রির নির্দেশ দিয়েছে আদালত৷

প্রসঙ্গত, এর আগেই করোনা আবহে কালিপুজোতে বাজি না ফাটানোর আবেদন জানিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে সকলেই এবছর বাজি না ফাটানোর আবেদন করে আসছিলেন।শিলিগুড়ি পুরনিগমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে করোনা পরিস্থিতিতে বাজি, পটকা না ফাটানোর আবেদন জানিয়েছিলেন অশোক ভট্টাচার্যও।


এছাড়াও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং আচার্য সত্যেন্দ্রনাথ স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা কমিটির পক্ষ থেকে বায়ুদূষণ রুখতে রাজ্যবাসীর কাছে দীপাবলি ও ছটপুজোয় বাজি না পোড়ানোর আবেদন জানানো হয়েছিল। ‘বাজি ধরব না’— এই স্লোগানকে সামনে রেখে তারা সচেতনতা কর্মসূচি নিয়েছিল সংগঠনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubaywin girişmatadorbet girişcasibomgrandpashabet giriş