১ জুলাই থেকে নিষিদ্ধ সিঙ্গেল ইউজ প্লাস্টিক, শিলিগুড়িতেও হবে কড়াকড়ি

শিলিগুড়ি,৩০ জুনঃ দেশজুড়ে বন্ধ হচ্ছে ‘Single Use Plastic’(একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক)।আগামী ১ জুলাই থেকে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক উৎপাদন,আমদানি,মজুত,বিক্রি,ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।নির্দেশিকা মানা হচ্ছে কিনা তা দেখতে নজরদারি চালাবে বিভিন্ন রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।পশ্চিমবঙ্গে ৭৫ মাইক্রনের প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে।যে কারণে নিষিদ্ধ পণ্যের তালিকায় পড়ে যাচ্ছে প্লাস্টিকের ক্যারিব্যাগ,শ্যাম্পুর বোতল,সাবানের প্যাকেট,প্লাস্টিকের কাপ,প্লেট,চামচ,বোতল,ইয়ারবাডসও।


এদিকে রাজ্যের তরফে এই নির্দেশিকা জারি করার পরই প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে তৎপর শিলিগুড়ি পুরনিগম।ইতিমধ্যেই ব্যবসায়ী সমিতিগুলির সঙ্গে বৈঠক করেছেন পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার।শুধু প্লাস্টিকই নয় শহরকে বাঁচাতে থার্মোকলের তৈরি জিনিসও ব্যবহার করবেন না বলে পুরনিগমে শপথবাক্য পাঠ করেছেন শিলিগুড়ির বিভিন্ন ব্যবসায়ী সমিতিগুলির সদস্যরা।

তবে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে জরিমানা নয়, বরং সাধারণ মানুষকে সচেতন করার মাধ্যমেই সাফল্য আসবে বলে আশাবাদী পুরনিগম।ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন,সকলকে আবেদন করছি এই বিষাক্ত প্লাস্টিক বর্জন করুন এবং প্লাস্টিকমুক্ত সমাজ গড়ে তুলুন।এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য শহরের সমস্ত বরোগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।ব্যবসায়ীদের সঙ্গেও এই বিষয়ে কথা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişholiganbetonwin girişJOJO BETgrandpashabetbahsegel girişcasino sitelericasibomcasibombets10casibomonwincasibom giriş