খড়িবাড়ি, ২৪ ডিসেম্বরঃ ফের মাদক পাচার রুখল খড়িবাড়ি থানার পুলিশ।মোটরসাইকেলে সাধারণ যাত্রীর ছদ্মবেশে মাদক পাচারের করতে এসে বাংলা-বিহার সীমান্তের বাঞ্ছাভিটায় গ্রেফতার হল মাদক ব্যবসায়ী।
জানা গিয়েছে, এদিন ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকায় মাদক ডেলিভারি দেওয়ার আগেই পুলিশের জালে ধরা পড়ে মাদক ব্যবসায়ী।উদ্ধার হয় ১৫০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ।ধৃতের নাম রিন্টু কুমার সিনহা।বিহারের বাহাদুরগঞ্জের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া কাফ সিরাপের বাজারমূল্য ৫ লক্ষ টাকা।ধৃতকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
