করোনা আবহে বাংলা ছবির শুটিং শুরু ডুয়ার্সে

ডুয়ার্স, ১ নভেম্বরঃ দীর্ঘ লকডাউনের পর করোনা আবহেই বাংলা ছবির শুটিং শুরু হল ডুয়ার্সে।


বাবলু ব্যানার্জির তত্বাবধানে রাজশ্রী দের পরিচালনায় আজ থেকে সামসিং এ শুরু হল ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবির শুটিং।

‘আবার কাঞ্চনজঙ্ঘায়’ অভিনয় করেছেন অর্পিতা চ্যাটার্জি,  কৌশিক সেন, ব্রাত্য বসু, তনুশ্রী চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জি সহ এক ঝাঁক তারকা।প্রায় ৮০ জনের একটি ইউনিট এসেছে শুটিং এ এমনটাই জানা গিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom