আলিপুরদুয়ার, ১৮ নভেম্বরঃ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং জেলা পরিষদের সহযোগিতায় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিশার একটি ক্লাবের মাঠে শুরু হল তিন দিবসীয় ‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠানের উদ্বোধন হল আজ।শুক্রবার সন্ধ্যায় বাংলা মোদের গর্ব অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা সহ অন্যান্য আধিকারিকেরা।
তিনদিনের এই অনুষ্ঠানে কলকাতা থেকে আগত বিশিষ্ট শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে ‘ভারতের মুক্তি সংগ্রামে বাংলা’।এছাড়াও থাকছে সরকারি সহায়তাপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিজে হাতে তৈরি রকমারি দোকানের পসরা।অনুষ্ঠানে প্লাস্টিক বর্জন, ডেঙ্গু সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রচার করা হবে।
এই বিষয়ে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলার সাংস্কৃতিকে সারা বিশ্বের সামনে তুলে ধরতেই এই অনুষ্ঠানের আয়োজন।শিক্ষা,ক্রীড়া, সংস্কৃতিতে যুব সমাজকে আকৃষ্ট করতে সরকারের এই উদ্যোগ।