শিলিগুড়ি, ১৯ সেপ্টেম্বরঃ বাংলা ভাগের বিরোধিতা করে পথে নামল অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদ। সোমবার সংগঠনের তরফে শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।এদিনের মিছিলের নেতৃত্বে দেন নমঃশূদ্র বিকাশ পরিষদের সর্বভারতীয় সভাপতি মুকুল বৈরাগ্য।
জানা গিয়েছে, এদিনের মিছিলে আটটি রাজ্য এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।মিছিলের মধ্য দিয়ে বাংলা ভাগের চক্রান্তের বিরোধিতা করেন সংগঠনের সদস্যরা।
এই বিষয়ে নমঃশূদ্র বিকাশ পরিষদের সর্বভারতীয় সভাপতি মুকুল বৈরাগ্য বলেন, গত কয়েক মাস ধরে উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করতে একাধিক চক্রান্ত করা হচ্ছে।আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বাংলাকে আমরা ভাগ করার চক্রান্তকে কোনোভাবেই মেনে নেব না।