শিলিগুড়ি,১২ মার্চঃ ডাকঘর ও ডাকঘরের ব্যাঙ্ক বিভাগের সকল ফর্ম, স্লিপে ইংরেজি, হিন্দির পাশাপাশি বাংলা ভাষার দাবি জানালো ‘বাংলা পক্ষ’।
প্রসঙ্গত, শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বাংলা ভাষার দাবী নিয়ে লড়ে এসেছে ‘বাংলা পক্ষ’ সংস্থা।এবার তাদের দাবি, ডাকঘরে সকল বিভাগের স্লিপগুলিতে ইংরেজি, হিন্দির পাশাপাশি বাংলাও থাকুক।
সুভাষ সাহা নামে সংস্থার এক সদস্য জানান, কিছুদিন আগে তাদের কাছে অভিযোগ আসে ডাকঘরে এক বাঙালি এসে বাংলায় কথা বলতে চাইলে এক অবাঙালি কর্মকর্তা বাংলায় কথা বলেননি ফলে অসুবিধায় পড়েছিলেন ওই বাঙালি লোকটি। পশ্চিমবাংলায় ডাকঘরে কেন বাংলা চলবে না এই অভিযোগেই প্রধান ডাকঘরের পোষ্টমাস্টারকে আজ একটি ডেপুটেশন জমা দেওয়া হয় সংগঠনের তরফে।