শিলিগুড়ি, ৬ ডিসেম্বরঃ বাংলাদেশে অনুষ্ঠিত বাংলাদেশ মাস্টার্স ন্যাশনাল অ্যান্ড ইনভাইটেশন মিটে ৪টি সোনা ও ১টি রুপো পেয়ে দেশের পাশাপাশি শহরের নাম উজ্জ্বল করলেন শিলিগুড়ির প্রাক্তন পুলিশ কর্তা শ্যামল পাল।
জানা গিয়েছে, গত ৩০শে নভেম্বর শিলিগুড়ির শ্যামল পাল সহ মোট ৭ জন বাংলাদেশের মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ মাস্টার্স ন্যাশনাল অ্যান্ড ইনভাইটেশন মিটে অংশগ্রহণ করেন।সেখানে অংশ নিয়ে ৪টি সোনা ও ১টি রুপো জয়ী হন প্রাক্তন পুলিশ কর্তা শ্যামল পাল।
শহরে ফিরে এসে শ্যামল পাল জানান, দেশের হয়ে প্রতিনিধিত্ব করে এতগুলি পদক পেয়ে খুব গর্বিত। আগামীতেও জাতীয় মিটে যাওয়ার জন্য তৈরী করছি নিজেকে।