শিলিগুড়ি, ১৭ অক্টোবরঃ বাংলাদেশের নোয়াখালিতে ইসকন মন্দিরে অগ্নি সংযোগ, ইসকন প্রতিষ্ঠাতার মূর্তি জ্বালিয়ে টাকা লুটপাট এবং নৃশংসভাবে দুজন ভক্তকে হত্যার পাশাপাশি মা দূর্গার প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি ইসকন মন্দিরে প্রাঙ্গনে কালো মাস্ক পরে শান্তিপূর্ণ মৌন প্রতিবাদে সামিল হলেন ইসকনের ভক্তরা।
এদিন শিলিগুড়ির ইসকন মন্দিরে ভক্ত, সন্ন্যাসীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে তীব্র প্রতিবাদ জানায়।পাশাপাশি দুষ্কৃতীদের শাস্তির দাবি করেন তারা।
এদিন শিলিগুড়ির ইসকন মন্দিরের সভাপতি অখিল আত্মা প্রিয় দাস বলেন, যে দুষ্কৃতীরা এইভাবে অত্যাচার করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।বিষয়টি নিয়ে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার কাছে জানানো হয়েছে।বাংলাদেশে দূতাবাসে স্মারকলিপি দেওয়া হবে।