শিলিগুড়ি, ১৭ অক্টোবরঃ বাংলাদেশের নোয়াখালিতে ইসকন মন্দিরে অগ্নি সংযোগ, ইসকন প্রতিষ্ঠাতার মূর্তি জ্বালিয়ে টাকা লুটপাট এবং নৃশংসভাবে দুজন ভক্তকে হত্যার পাশাপাশি মা দূর্গার প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে সরব হয়েছে গোটা দেশ।
এর প্রতিবাদে সোমবার শিলিগুড়িতে বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দল এবং বেশ কয়েকটি হিন্দু সংগঠনের তরফে বিক্ষোভ প্রদর্শন করা হল।এদিন হাসমি চক থেকে একটি মিছিল করে মহকুমাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয়।পাশাপাশি মহকুমাশাসককে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।এদিনের কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন সংগঠনের সদস্যরা।