রাজগঞ্জ, ১৩ জুন: আজ থেকে ফুলবাড়ি সীমান্ত চেকপোস্ট দিয়ে শুরু হল বাংলাদেশে বোল্ডার রপ্তানি। জানা গিয়েছে, দুই দেশের ব্যবসায়ীদের উদ্যোগ এবং প্রশাসনের সম্মতিতে বোল্ডার রপ্তানি শুরু হল। তবে আপাতত বাংলাদেশ থেকে পণ্য আমদানি হবে না। শুধুমাত্র ভুটান ও পশ্চিমবঙ্গ থেকে বোল্ডার পাঠানো যাবে।
এপারের ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, লকডাউনের নিয়ম এবং স্বাস্থ্যবিধি মেনে রপ্তানি চালু করা হয়। বোল্ডার বোঝাই গাড়িগুলিকে স্যানিটাইজ ও চালকদের স্বাস্থ্য পরীক্ষার পর ওপারে যাওয়ার অনুমতি মিলবে। আপাতত প্রশাসনিক তরফ থেকে প্রতিদিন ভুটান এবং পশ্চিমবঙ্গ মিলে মোট ১০০ টি ট্রাক যাওয়ার অনুমতি মিলেছে।
সূত্রের খবর, বোল্ডার বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের পর বিশেষ প্রয়োজন ছাড়া চালকদেরকে ট্রাক থেকে নামতে দেওয়া হবে না। চালকদের শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখতে হবে। লোডিং এবং আনলোডিং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে করতে হবে।
এই বিষয়ে বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, জেলা শাসকের অনুমতিক্রমে ফুলবাড়ি সীমান্ত চেকপোস্ট দিয়ে বোল্ডার রপ্তানি শুরু করা হল। বাংলাদেশে বোল্ডার বোঝাই ট্রাক যাওয়ার সময় এবং ফিরে আসার সময় স্বাস্থ্যবিধি সম্পূর্ণরূপে মানা হচ্ছে কিনা তা কঠোর ভাবে যাচাই করা হচ্ছে।
এদিকে অনেকদিন পর বোল্ডার রপ্তানি শুরু হওয়ায় খুশি ব্যবসায়ী, ট্রাকচালক ও এই ব্যবসার সঙ্গে যুক্ত সকলেই।