ফুলবাড়িতে গ্রেফতার এক বাংলাদেশী অনুপ্রবেশকারী সহ ২জন

শিলিগুড়ি, ২৪ জানুয়ারিঃ ফুলবাড়ির আমায়দিঘি থেকে এক বাংলাদেশী অনুপ্রবেশকারী সহ কালিয়াগঞ্জের এক বাসিন্দাকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ।ধৃত বাংলাদেশী অনুপ্রবেশকারীর নাম আতাউর রহমান।


জানা গিয়েছে, বাংলাদেশী নাগরিককে ভারতে সাহায্য করে হলদিবাড়ির বাসিন্দা বিপুল অধিকারী।আতাউরকে কালিয়াগঞ্জে নিয়ে যেতে হলদিবাড়িতে পৌঁছায় তার আত্মীয় ফিরদৌস আলম।

গতকাল চারচাকা গাড়িতে করে কালিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় তিনজন।গোপন সূত্রে এই খবর পেয়ে আমায়দীঘি এলাকায় ফাঁদ পাতে এনজেপি থানার পুলিশ।গাড়িটি আমায়দীঘি এলাকায় ঢুকতেই আটক করা হয়।এরপর জিজ্ঞাসাবাদ করতেই তাদের কথায় অসঙ্গতি মেলে।সেইসময় সুযোগ বুঝে পালিয়ে যায় বিপুল অধিকারী।এরপর গ্রেফতার করা হয় বাংলাদেশী আতাউর রহমান ও কালিয়াগঞ্জের বাসিন্দা ফিরদৌস আলমকে।


ধৃত দুজনকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *