জলপাইগুড়ি, ২৩ ডিসেম্বরঃ অশান্ত বাংলাদেশ।এই পরিস্থিতিতে দালালের মাধ্যমে কাজের খোঁজে ভারতে ঢুকে গ্রেফতার হল দুই বাংলাদেশী যুবতী।পলাতক দালাল।
জানা গিয়েছে, ভারতীয় এক দালালের মাধ্যমে রাতের অন্ধকারে বেরুবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢোকে দুই যুবতী।গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে দুই বাংলাদেশী যুবতীকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় নিয়ে যায়।একজন বাংলাদেশের ময়মনসিংহ আরেকজন ফরিদপুরের বাসিন্দা।
ধৃত দুই বাংলাদেশী যুবতীকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করেছে কোতোয়ালি থানার পুলিশ।পলাতক দালালের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।
