শিলিগুড়ি, ২৬ ডিসেম্বরঃ বাংলাদেশি নাগরিকদের জন্য শিলিগুড়িতে বন্ধ করা হল হোটেলের দরজা।শহরের বিভিন্ন হোটেলে ঝুলিয়ে দেওয়া হয়েছে পোস্টার।বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।
প্রসঙ্গত, বাংলাদেশের হিংসার আঁচ এসে পড়েছে এই দেশেও।শিলিগুড়িতে চলছে প্রতিবাদ বিক্ষোভ।এই পরিস্থিতির কথা মাথায় রেখে শহরের হোটেলগুলিতে বাংলাদেশীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।শুক্রবার সকাল থেকে একাধিক হোটেলে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে।এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে কোচবিহার থেকে মালদা পর্যন্ত বিভিন্ন হোটেল সংগঠন।
শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, ভারত সরকার বাংলাদেশের বিভিন্ন ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।আমরাও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছি।আমাদের আওতাধীন প্রায় ১৮০টি হোটেলেই এই নিয়ম কার্যকর থাকবে।আগে চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হলেও এবার তা পুরোপুরিভাবে বন্ধ করা হয়েছে বলে জানান তিনি।
