কোচবিহার,৩ ফেব্রুয়ারিঃ পদ্মার ইলিশ খেতে কে না চায়! কিন্তু এবার এই ইলিশের লোভেই শেষমেষ হাজতবাস ৩ ব্যক্তির। বাংলাদেশ থেকে মাঝমধ্যেই পশ্চিমবঙ্গে ইলিশের আমদানি হয়। কিন্তু তা সংখ্যায় খুব কম। যেকারণে বিভিন্ন সময় দেখা গিয়েছে বাংলাদেশ থেকে অবৈধভাবে ইলিশ মাছ এই রাজ্যে নিয়ে এসে তা বিক্রি করা হচ্ছে। এমনই ৩ পাচারকারীকে ধরল মেখলিগঞ্জ থানার পুলিশ।ঘটনায় ইলিশ মাছ বোঝাই একটি গাড়িও আটক করা হয়েছে।
ধৃতদের নাম বিষ্ণুপদ রায়, বিমল রায় ও রতন রায়। ধৃত তিনজনই কুচলীবাড়ি থানা এলাকার বাসিন্দা।
ধৃতদের কাছ থেকে আনুমানিক ৪২ কেজি বাংলাদেশি ইলিশ উদ্ধার করা হয়েছে।এগুলো সীমান্ত পেরিয়ে বেআইনিভাবে বাজারে রপ্তানির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে।