রাজগঞ্জ, ২০ মেঃ বাংলাদেশী দুষ্কৃতিদের হুমকি।আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন রাজগঞ্জ সীমান্তের চা বাগান মালিক ও শ্রমিকরা।এই পরিস্থিতিতে নিরাপত্তার দাবীতে সরব হয়েছেন এলাকার চাষী, চা বাগান মালিক ও শ্রমিকেরা।
জানা গিয়েছে, রাজগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে এপারের বাসিন্দাদের অনেক কৃষি জমি রয়েছে।ওই জমিতে অন্যান্য ফসল চাষ করলেও চা চাষ বেশি করা হয়।বিএসএফের তরফে কড়া নজরদারির মধ্যে চাষীদের ওই জমিতে যেতে দিনের নির্দিষ্ট সময়ে গেট খুলে দেওয়া হয়।সম্প্রতি সীমান্তের চাউলহাটি এলাকা থেকে বিএসএফ দুই বাংলাদেশী দুষ্কৃতিকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়।ওই দুই দুষ্কৃতিকে জলপাইগুড়ি আদালতে তোলা হলে বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে তারা।ওই ঘটনার পর থেকে কাঁটাতারের বেড়ার ওপারে যাওয়া চা বাগান মালিক ও শ্রমিকদের বাংলাদেশী দুষ্কৃতীরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ।
চা বাগান মালিকদের অভিযোগ, গরু পাচারের অভিযোগে দুই বাংলাদেশী দুষ্কৃতীকে গ্রেফতার করে বিএসএফ।ওই ঘটনার পর থেকে দুষ্কৃতীরা চা পাতা, চায়ের নার্সারি ও ছায়াগাছ চুরি করে নিয়ে যাচ্ছে।এছাড়াও খুন ও অপহরণ করার হুমকি দিচ্ছে।দুষ্কৃতিদের ধারণা এপারের বাসিন্দাদের অপহরণ করতে পারলে জেলে থাকা ওই দুষ্কৃতীদের ছাড়তে বাধ্য হবে।তাই আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি।বিএসএফ নজরদারি চালালেও আমরা আতঙ্ক মুক্ত হতে পারছি না।তাই নিরাপত্তার দাবী জানাচ্ছি।