ফাঁসিদেওয়া, ২০ জুনঃ পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে গ্রেফতার এক বাংলাদেশি এক ব্যক্তি।ধৃতের নাম মহম্মদ আব্দুল রহিম(৩৫)।
রবিবার গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের ফাঁসিদেওয়ার ধনিয়া মোড় থেকে যুবককে গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে সে।গরু পাচারই উদ্দেশ্য ছিল তার।সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।
এই বিষয়ে দার্জিলিং পুলিশের ডিএসপি (গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত জানান, সীমান্ত এলাকায় লাগাতার এই অভিযান চলবে।