বাগডোগরা, ২৮ মেঃ বাগডোগরা সেনাবাহিনী ক্যাম্প এলাকা থেকে ফের গ্রেফতার হল এক বাংলাদেশী।ধৃতের নাম আজিজুল ইসলাম।বাংলাদেশর বড়িশালের দামিলিপুরের বাসিন্দা।
জানা গিয়েছে, সেনাবাহিনী ক্যাম্প এলাকায় সন্দেহভাজন একজনকে ঘোরাঘুরি করতে দেখে জওয়ানরা তাকে আটক করে।জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে বাংলাদেশী।পরে ধৃতকে বাগডোগরা থানা পুলিশের হাতে তুলে দেয় জওয়ানারা।ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত ভারত-বাংলাদেশের নদী পেরিয়ে এদেশে ঢোকে।ধৃতের কাছ থেকে বাংলাদেশের ১০ টাকার নোট ও বাংলাদেশের পেপার উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসের ৯ তারিখ বাগডোগরা সেনাবাহিনী ক্যাম্পের এমএম তরাই থেকে আশরাফুল আলম নামক এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল।আবার সেনাবাহিনীর ক্যাম্পের পাশ থেকে গ্রেফতার হল এক বাংলাদেশী।ভারত-পাকিস্তান সংঘাতের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতির মাঝে বাংলাদেশী অনুপ্রবেশকারীর গ্রেফতার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বাগডোগরায়।