খড়িবাড়ি, ২৬ ডিসেম্বরঃ পাসপোর্ট বানাতে গিয়ে গ্রেফতার হয়েছিল এক বাংলাদেশী যুবক।এই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করলো পুলিশ।
জানা গিয়েছে, গত ২৪ ডিসেম্বর খড়িবাড়ি পুলিশের গোয়েন্দা দপ্তরের পাসপোর্ট ভেরিফিকেশনে গিয়ে সন্দেহ হওয়ায় এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করা হয়।ধৃতকে রিমান্ডে নিয়ে রবিবার নির্মল মহন্ত নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।ধৃত ব্যক্তি বাংলাদেশী যুবককে বিভিন্ন নথিপত্র করতে সহায়তা করেছিল বলে অভিযোগ।
ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।অন্যদিকে ধৃত বাংলাদেশী যুবক চন্দন কুমার মহন্তকেও জেরা করছে পুলিশ আধিকারিকরা।