শিলিগুড়ি, ২৬ নভেম্বরঃ বাংলাদেশ থেকে ঘুরতে এসে চলন্ত ট্রেনে পর্যটকের ব্যাগ থেকে টাকা সহ সোনার অলঙ্কার ছিনতাই।ঘটনার পর থেকে আতঙ্কে দুই বাংলাদেশী পর্যটক।
জানা গিয়েছে, চলতি মাসে ২৩ তারিখে বাংলাদেশ থেকে ভারতে আসেন দুই বাংলাদেশী পর্যটক।গত ২৪ তারিখ রাতে কাঞ্চনকন্যা ট্রেনে দার্জিলিং ও সিকিম ভ্রমণের উদ্দেশ্যে শিলিগুড়িতে আসছিলেন তারা। অভিযোগ, ওই ট্রেনেই অচেনা দুজন তাদের চা খেতে দেন।চা খাওয়ার পরই জ্ঞান হারান তারা।এরপর জ্ঞান ফিরে দেখতে পান তারা হাসপাতালে রয়েছেন।
পরবর্তীতে শিলিগুড়ি জংশন জিআরপিতে অভিযোগ দায়ের করেন তারা।যদিও জিআরপি তাদের সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন বাংলাদেশী পর্যটক ইয়ানা।বর্তমানে কিভাবে নিজের দেশে ফিরবেন সেই চিন্তায় ঘুম উড়েছে তাদের।