বাংলাদেশীদের হোটেলে ঠাঁই নয়! এই দাবীতে স্মারকলিপি দিল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ

শিলিগুড়ি, ৬ ডিসেম্বরঃ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, চিন্ময় দাস মহাপ্রভুকে গ্রেফতার ও ভারতের জাতীয় পতাকার অবমাননার বিরুদ্ধে সোচ্চার হয়েছে একাধিক সংগঠন।গোটা রাজ্যে শুরু হয়েছে বাংলাদেশ বিরোধী প্রতিবাদ।এবারে বাংলাদেশীদের যাতে কোন হোটেলে উঠতে না দেওয়া হয় এবংযারা আগে থেকে হোটেলে আছেন তাদের অবিলম্বে হোটেল তথা ভারত ত্যাগের দাবী জানালো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ।


শিলিগুড়ি গ্রেটার হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে স্মারকলিপি প্রদান করে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা।তিন দফা দাবী জানানো হয়।  

এই বিষয়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চর সভাপতি বিক্রমাদিত্য মন্ডল বলেন, যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ, ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। শিলিগুড়ির কোন হোটেলে যাতে বাংলাদেশীদের ঠাঁই না দেওয়া হয় সেই দাবি জানানো হল।আগামীতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসক সংগঠনের কাছেও এই দাবি জানানো হবে।


অন্যদিকে এই বিষয়ে শিলিগুড়ি গ্রেটার হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেন, বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তার বিরোধীতা করছি আমরাও।তবে হোটেলে বাংলাদেশীদের উঠতে দেওয়া হবে কিনা সেটা সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *